আদালতের নির্দেশে ফের পুলিশ হেফাজতে শ‍্যামা ঘনিষ্ঠ রামশঙ্কর

2nd September 2021 5:12 pm বাঁকুড়া
আদালতের নির্দেশে ফের পুলিশ হেফাজতে শ‍্যামা ঘনিষ্ঠ রামশঙ্কর


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আদালতের নির্দেশে ফের পুলিশী হেফাজতেই যেতে হলো টেণ্ডার দূর্ণীতি কাণ্ডে প্রধান অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখার্জীর সহযোগী রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে। পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ধৃতকে ফের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।

এবিষয়ে সরকারী আইনজীবি ইন্দ্রণারায়ণ বিশ্বাস বলেন, পুলিশের পক্ষ থেকে রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল, বিচারক তা তিন দিনের জন্য মঞ্জুর করেন। তদন্তকারীরা প্রচুর পরিমানে হিসাব বহির্ভূত টাকা ও লকারে থাকা সম্পত্তির সন্ধান পেয়েছেন। একই সঙ্গে ওনার বাড়ি থেকে শ্যাম মুখার্জীর স্ত্রীর নামে দু'টি 'ডিড' উদ্ধার হয়েছে। সমস্ত স্বাক্ষ্য প্রমাণ দেখে বিচারক তিন দিনের পুলিশী হেফাজত দিয়েছেন বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।